যুগভেরী ডেস্ক ::: অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) দেওয়া হচ্ছে প্রয়াত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) জ্যোতির্ময় সরকারকে। গত বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশের ৩৫ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) দেওয়া হচ্ছে। এই তালিকায় প্রয়াত এডিসি জ্যোতির্ময় সরকারের নাম প্রথমে রয়েছে। সাধারণ মানুষসহ নিজ কর্মক্ষেত্রে অন্য পুলিশ সদস্যদের কাছে অনেকটাই নন্দিত একজন মানুষ ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) প্রয়াত জ্যোতির্ময় সরকার। চলতি বছরের ৪ জানুয়ারি সন্ধ্যা ৭টায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। জ্যোতির্ময় সরকার ২০১২ সালে ৩০তম বিসিএসের মাধ্যমে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি ১৯৮২ সালের ২৭ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলায়।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন