নিজস্ব সংবাদদাতা গোয়াইনঘাট : সিলেটের গোয়াইনঘাটে উদ্ধার হওয়া মর্টার শেলটি ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে সিলেট এসএমপি টিম'র ইনচার্জ সার্জেন্ট আবু বক্কর শাওন'র নেতৃত্বে মধ্য জাফলং ইউনিয়ন'র নয়াগাঙ্গেরপাড় নদীর তীরে এ মর্টার শেলটি নিষ্ক্রিয় করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরের দিকে গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নে পিয়াইন নদীর নয়াগাঙ্গের পাড় নামক স্থানে বালতি দিয়ে বালু উত্তোলনের সময় জনৈক বারকি শ্রমিকের হাতে মর্টার শেলটি লাগে। পরে দুইজন বারকি শ্রমিক মর্টার শেলটি নদী থেকে তুলে নদীর পাড়ে নিয়ে আসেন। তা মঙ্গলবার বিকেলে বোম্ব ডিসপোজাল টিম সিলেট এসএমপি নদীর তীরে পাশে উদ্ধারকৃতটি মর্টার শেল নিষ্ক্রিয় করেন। গোয়াইনঘাট থানা ১১নং মধ্য জাফলং ইউনিয়ন বিট কর্মকর্তা এসআই পিন্টু সরকার বলেন, কয়েকজন বারকি শ্রমিক কাজ করতে গেলে মর্টার শেলটি পায়, পরে গোয়াইনঘাট থানা পুলিশকে খবর দিলে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম'র নেতৃত্বে আমরা মর্টার শেলটির আশপাশ নিরাপত্তায় রাখি। গতকাল উদ্ধারকৃত মর্টারশেল বোমা বিস্ফোরক টিম এসে বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি। বোম্ব ডিসপোজাল টিম,এসএমপি সিলেট সার্জেন্ট আবু বক্কর শাওন বলেন, অবিস্ফোরিত মর্টার শেলটি নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছি। বর্তমানে চারপাশ নিরাপদ আছে। তিনি বলেন, শুধু মর্টার শেল নয়, বোমা জাতীয় যেকোন বিস্ফোরক পেলে সাথে সাথে থানা পুলিশকে অবগত করার আহ্বান করছি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা