যুগভেরী ডেস্ক ::: সিলেট জেলা মটর ওয়ার্কসপ মেকানিক ইউনিয়ন (রেজি:নং চট্ট-২৬২৪) এর ডাকে সোমবার দুপুর ১২ টা থেকে বেলা ১ টা পর্যন্ত ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে এক বিশাল মানববন্ধন সিলেট শহরের দক্ষিণ সুরমাস্থ কদমতলীতে অনুষ্ঠিত হয়। কদমতলী মুক্তিযোদ্ধা চত্বর থেকে হুমায়ূন রশীদ চত্বর পর্যন্ত দীর্ঘ এ কর্মসূচীতে সিলেট জেলার কয়েক হাজার মেকানিক অংশগ্রহন করেন। মানববন্ধনের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলওয়াত করেন মো: লিটন মিয়া। জেলা সাধারণ সম্পাদক মো:সেলিম আহমদ খান'র সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা সভাপতি ফারুক মিয়া, সভায় ইউনিয়ের ৬ দফা দাবি নিয়ে বক্তব্য রাখেন শাহ্ দুলাল, অজিত রায় ভজন, এমাদ উদ্দিন, মো: আব্দুল মুকিত, রায়হান আহমদ হাসিম, জুনেদ আহমদ, ইকবাল আহমদ, মামুন আহমদ, লায়েক আহমদ, এমদাদ আহমদ, সিলেট জেলা মটর ওয়ার্কসপ মেকানিক ইউনিয়নের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও জকিগঞ্জ রোড শাখার সাধারণ সম্পাদক বাবলু হোসেন হৃদয় প্রমুখ। মানব বন্ধন শেষে বিরাট প্রতিবাদ মিছিল কদমতলী থেকে হুমায়ূন রশীদ চত্বর সড়ক ঘুরে জেলা কার্যালয়ে এসে শেষ হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা