এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
১২ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

Daily Jugabheri
প্রকাশিত ১৯ ফেব্রুয়ারি, সোমবার, ২০২৪ ০২:৪২:০৬

যুগভেরী ডেস্ক ::: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর (৫০) মৃত্যু হয়েছে।  রোববার সকালে কুলাউড়া পৌর শহরের বিহালা এলাকায় কুলাউড়া-সিলেট রেলপথে এ ঘটনা ঘটে।  কুলাউড়া রেলওয়ে থানা–পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকাল সাতটার দিকে কুলাউড়া-সিলেট রেলপথের বিহালা এলাকা দিয়ে সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করছিল। এ সময় রেলপথ দিয়ে যাওয়া ওই নারীর ডান পা ট্রেনে কাটা পড়ে। পরে অধিক রক্তক্ষরণে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে রেল পুলিশের লোকজন সেখানে গিয়ে দ্রুত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।  কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব আজ দুপুর সাড়ে ১২টার দিকে মুঠোফোনে বলেন, ঘটনার পর ওই নারীকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে হয়তো তাকে বাঁচানো যেত। কিন্তু আশপাশের কেউ কাছে যাননি। ওই নারীর কোনো পরিচয় এখনো পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার জেলা সদরে অবস্থিত ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন