সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার চরনারচর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজর গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন শিক্ষানুরাগী ও সমাজসেবী রোটারিয়ান রাতুল চৌধুরী।
মঙ্গলবার দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট এর চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার তার হাতে এর অনুমোদনপত্র তুলে দেন। এর আগে প্রতিষ্ঠানটি বিদ্যালয় থাকা অবস্থায় এর ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন রাতুল চৌধুরী।
গত বছর কলেজ আকারে উন্নীত হওয়ার পর এবারই প্রথম তিনি গভর্নিং বডির সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
গণমাধ্যমকর্মী রাতুল চৌধুরী তার এই অর্জনে শিক্ষার্থীদের সকল অভিভাবক, কর্মকর্তা-কর্মচারী এবং বিশেষ করে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা