এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

কোম্পানীগঞ্জ সীমান্তে বিজিবি সদস্যের ওপর হামলার ঘটনায় মামলা

Daily Jugabheri
প্রকাশিত ২৩ জানুয়ারি, মঙ্গলবার, ২০২৪ ১৯:১০:২৪
কোম্পানীগঞ্জ সীমান্তে বিজিবি সদস্যের ওপর হামলার ঘটনায় মামলা

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ওপর চোরাকারবারিদের হামলার ঘটনায় মামলা হয়েছে। এতে ৩৫ জনের নাম উল্লেখ করে আরও ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

সোমবার রাতে ৪৮ বিজিবি ব্যাটালিয়ন উৎমা ক্যাম্পের নায়েক আরিফুর রহমানর বাদী হয়ে সিলেটের কোম্পানীগঞ্জ থানায় এ মামলা করেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাত দুইটার দিকে কোম্পানীগঞ্জের উত্তর রণিখাই ইউনিয়নের উৎমা সীমান্তে বিজিবি অভিযান চালায়। ওই সীমান্তের ১২৫৫ নম্বর পিলারের কাছে চোরাকারবারিরা ভারত থেকে চিনি পাচার করে আনছিল। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাল অজ্ঞাত স্থানে রেখে হামলা চালায়। এ সময় তিন বিজিবি সদস্য আহত হন। বিজিবি সদস্যরা দুটি ফাঁকা গুলি ছুড়লে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে আহত বিজিবি সদস্যদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

মামলাটির তদন্তের দায়িত্ব পেয়েছেন সিলেটের কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খান। তিনি বলেন, বিজিবি সদস্যদের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন