সিলেটের কোম্পানীগঞ্জে আব্দুল কাহার (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে স্বজনরা।
রোববার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় তেলিখাল ইউনিয়নের চাটিবহর মাঝপাড়া এলাকার নিজ ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক ঝামেলার কারণে আব্দুল কাহার তার নিজ কক্ষের সিলিং ফ্যানে গলায় ফাঁস দেন। পরে জানালার ফাঁক দিয়ে তা দেখতে পেয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়। কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আব্দুল কাহার চার সন্তানের জনক। তিনি একই এলাকার মো. নুর মিয়ার বড় ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমদ জানান, মরদেহ ময়নাতদন্ত করার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা