এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

সংসদ নির্বাচন পূর্বাপর সহিংসতর প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ

Daily Jugabheri
প্রকাশিত ২১ জানুয়ারি, রবিবার, ২০২৪ ১৯:০৮:৪৮
সংসদ নির্বাচন পূর্বাপর সহিংসতর প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্বাপর সহিংস পরিস্থিতির প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) বেলা ১২ টা ৩০ মিনিটের দিকে শহরের হবিগঞ্জ রোডস্থ শ্রীশ্রী জগন্নাথদেবের আখড়া সম্মুখে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আজ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সমগ্র বাংলাদেশে একই সময়ে মানববন্ধন কর্মসূচি পালন করছে। প্রতিবাদ হচ্ছে, বিগত এই জাতীয় নির্বাচনে যে সহিংসতা হয়েছে দেশের বিভিন্ন জায়গায় এই সহিংসতার সুষ্ঠু বিচারের দাবিতে আজকের এই মানববন্ধন কর্মসূচি। আপনারা জানেন মুক্তিযুদ্ধের চেতনায় যে সরকার ঘটিত হয়েছে, সেটাতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ঐক্য পরিষদসহ সকলেরই সমর্থিত এই সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে আমাদের যে আশ্বস্ত করেছেন, বাংলাদেশের সকল ধর্মের মানুষের সমান অধিকার এবং সেই অধিকারের যে অধিকারটুকু আছে সেই অধিকারটুকু শক্ত করে সমন্বিত থাকবে। কিন্তু বিভিন্ন সময় নির্বাচনকালে দেখা যায় যে সহিংসতা হয়, এবং এই সহিংসতাগুলোর সুষ্ঠু বিচার হয় না। বিগত নির্বাচনকালী সময়েও একই ধরনের সহিংসতা হয়েছে।’

বক্তারা আরো বলেন, ‘দেশে বিভিন্ন সময়ে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় এবং আদিবাসী সম্প্রদায়ের উপরে নির্যাতন নিপীড়ন হয়েছে। বিচারপতি সাহাবুদ্দিন আহমেদকে নিয়ে যে কমিশন গঠিত হয়েছে, সেই কমিশন যে সুপারিশগুলো করেছিলেন সেই সুপারিশগুলো আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নাই। বাস্তবায়িত না হওয়ার কারণে এবং সুষ্ঠু বিচার না হওয়ার কারণে সন্ত্রাসীরা ধর্মীয় সংখ্যালঘু ও আদিবাসীদের উপর আক্রমণ করে এবং তাদের সাহস দিনদিন বেড়ে যায়। সুতরাং বর্তমানে নতুন সরকার ক্ষমতায় বসেছেন, আমরা প্রধানমন্ত্রীর কাছে এই দাবিটুকুই রাখবো। যারাই যখন এই দেশের ধর্মীয় সংখ্যালঘু এবং আদিবাসী সম্প্রদায়ের উপর আক্রমণ নির্যাতন করবেন, আমরা আশা করি প্রধানমন্ত্রী অত্যন্ত কঠোরভাবে এই সমস্ত জিনিসগুলোর বিচার করবেন এবং দোষী ব্যক্তিদের শাস্তি প্রদান করবেন।’

পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ডা. হরিপদ রায় এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলার সহসভাপতি অজয় কুমার দেব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখর সাধারণ সম্পাদক সমীরণ সরকার, পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি সুমন রায়, পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল সদর ইউনিয়ন শাখার সভাপতি অলক পাল প্রমূখ।

উক্ত কর্মসূচির সঞ্চালনা করেন সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক সমিতি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি জহর তরফদার। কর্মসূচিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সকল নেতৃবৃন্দ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন