এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

জুড়ীতে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর

Daily Jugabheri
প্রকাশিত ১৪ জানুয়ারি, রবিবার, ২০২৪ ১৮:২৩:৪১
জুড়ীতে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর

মৌলভীবাজারের জুড়ীতে স্কুল থেকে ফেরার পথে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল এক স্কুল ছাত্রীর। এ ঘটনায় সহপাঠী ও পরিবারে শোকের মাতম চলছে।

উপজেলার ফুলতলা ইউনিয়নের রাঘনা বটুলী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী খাদিজা সুলতানা বিদ্যালয় থেকে বই নিয়ে বাড়ি ফিরছিলেন। ওই সময় ফুলতলা বস্তি গ্রামের মাইক্রোবাস চালক বলাই মিয়ার গাড়ি তার ভাতিজাকে গাড়ি চালনার প্রশিক্ষণ দিচ্ছিল। প্রশিক্ষণার্থী ওই চালক রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া স্কুল শিক্ষার্থীদের মাইক্রোবাস গাড়ি দিয়ে ধাক্কা দিলে পার্শ্ববর্তী খালে পড়ে যায় শিক্ষার্থীরা। পরে তাদের কে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খাদিজা সুলতানাকে মৃত ঘোষণা করেন।

সে ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামের জয়নাল মিয়ার মেয়ে। এ ঘটনায় আহত একই বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থী সিলেটে এম এ জি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মৃতের লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহতের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট প্রেরণ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন