এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
১২ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

শ্রীমঙ্গলে ত্রিপুরা পল্লীতে শীতবস্ত্র বিতরণ

Daily Jugabheri
প্রকাশিত ১৩ জানুয়ারি, শনিবার, ২০২৪ ১৮:১৭:৪০
শ্রীমঙ্গলে ত্রিপুরা পল্লীতে শীতবস্ত্র বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আদিবাসী ত্রিপুরা পল্লী ডলুছড়ায় হত দরিদ্র ৫০টি পরিবারকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১২ জানুয়ারি) বিকাল ৩ ঘটিকায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দ্বিজেন্দ্র লাল রায়ের সভাপতিত্ব বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়। বিশেষ অতিথি হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সভাপতি জহর তরপদার, সাধারন সম্পাদক সমীরণ সরকার, সদর ইউনিয়ন সভাপতি স্বপন বিশ্বাস, আদিবাসী মানবাধিকার কর্মী জনক দেববর্মা, প্রমুখ।

বিতরণী অনুষ্ঠানে হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি দ্বিজেন্দ্র লাল রায় বলেন, সংগঠনের পক্ষ থেকে আমরা প্রত্যান্ত এলাকায় গিয়ে হত দরিদ্র পরিবার চিহ্নিত করে প্রতিটি পরিবারে শীতবস্ত্র বিতরেনের উদ্যোগ করা হয়েছে ধাপে ধাপে তা বিতরণ করা হবে।

এসময় আদিবাসী মানবিকার সুরক্ষা কর্মী জনক দেববর্মা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে, জাতিগত, ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় আমরা সবাই হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে,তাহলে সোনার বাংলা গড়ে উঠবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন