
সুনামগঞ্জের ছাতক উপজেলার (দক্ষিণ ছাতকের) ‘সমতা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ’ গভর্নিং বডির (এডহক) কমিটির সভাপতি হয়েছেন প্রতিষ্ঠানটির প্রভাষক মোহাম্মদ সিতাব আলী। কমিটিতে সদস্য-সচিব করা হয়েছে নাসির উদ্দিনকে। তিনি ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষের দায়িত্বে রয়েছেন।
তিনি স্থানীয় খাসগাঁও’ গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ সুরুজ আলী ও নুরজাহান বেগম দম্পতির বড় ছেলে। শিক্ষকতার পাশাপাশি তিনি খাসগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রেইনবো একাডেমির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
গত বুধবার (১০ জানুয়ারি) রাতে সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড অনুমোদিত কমিটির চিটি পেয়ে বিষয়টি জানতে পারেন ‘সমতা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ’ কর্তৃপক্ষ। কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানের প্রভাষক এডহক কমিটির নতুন সভাপতি সিতাব আলী।
তিনি জানান, সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান’র আদেশক্রমে গত বৃহস্পতিবার (১ জানুয়ারি ২৪) ওই কমিটি অনুমোদন করে সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। ওই কমিটিতে শিক্ষক সদস্য করা হয়েছে সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার মনোনীত সালাহ উদ্দিন আহমদকে এবং অভিভাবক সদস্য করা হয়েছে ছাতক উপজেলা নির্বাহী অফিসার মনোনীত আছকির মিয়াকে।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন