
সিলেট-৪ আসনের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হেমু সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিকার খাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৬টি ভোট কেন্দ্র।
মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ২৬১ জন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল ৮টা থেকে ১১ টা) এ কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম দেখা গিয়েছে।
এম আহমদ পাবলিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আব্দুল করিম জানান, সকাল ৮টা থেকে ১১ টা পর্যন্ত খুব কম সংখ্যক ভোট পড়েছে।
তিনি আরও জানান, ভোটার সংখ্যা কম হলেও কোন প্রকার সংঘাত সৃষ্টি হয়নি। ভোট কেন্দ্রে সাংবাদিকের ঢুকতে দেয়া হবে না।
জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ থানার একাংশ নিয়ে গঠিত সিলেট-৪ আসন।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন