এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
১২ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

লালাবাজারে মধ্যরাতে চলন্ত ট্রাকে আগুন

Daily Jugabheri
প্রকাশিত ০৬ জানুয়ারি, শনিবার, ২০২৪ ১৭:৪৮:১৩

বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার হরতালের প্রথম দিনের মধ্যরাতে রাতে ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজারে ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

গতকাল শুক্রবার (৫ জানুয়ারি) রাত পৌনে ২টার দিকে দক্ষিণ সুরমায় সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। দক্ষিণ সুরমা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সিলেটগামী একটি ট্রাক লালাবাজারের আর্মড পুলিশ ব্যাটালিয়ানের ক্যাম্পের পাশে পৌঁছামাত্র আগুন ধরিয়ে দেয় দুর্বত্তরা। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলকারী যাত্রীরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন। পরে অনেককে সড়কের দিক পরিবর্তন করে দ্রুত লালাবাজার এলাকা ত্যাগ করেন।

দক্ষিণ সুরমা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান গণমাধ্যমকে বলেন, একটি চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। যারা আগুন দিয়েছে তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন