এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
১২ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

জগন্নাথপুরে মিছিল শেষে জেলা বিএনপি নেতা গ্রেপ্তার

Daily Jugabheri
প্রকাশিত ০৩ জানুয়ারি, বুধবার, ২০২৪ ১৭:৩৫:৩৯
জগন্নাথপুরে মিছিল শেষে জেলা বিএনপি নেতা গ্রেপ্তার

সুনামগঞ্জের জগন্নাথপুরে মিছিল শেষে বাড়ি ফেরার পথে পুলিশ সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম খসরুকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গোয়াসপুর গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার ( ২ জানুয়ারি) তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, সোমবার সন্ধ্যায় জগন্নাথপুর বাজারের ইকড়ছই এলাকায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত মিছিল অংশ দিয়েছিলেন রফিকুল ইসলাম খছরু। মিছিল শেষে রানীগঞ্জ যাওয়ার পথে পুলিশ পৌরশহর থেকে তাকে আটক করে।

তবে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানিয়েছেন, নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি, গাড়ি ভাঙচুর এবং গাড়িতে আগুন লাগানোর চেষ্টার অভিযোগ এনে গত ৭ নভেম্বর জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির আহসান বাদী হয়ে বিএনপির ৩৯ নেতা-কর্মীর নামে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত পরিচয়ে আরও ৫০/৬০ জনকে আসামি করা হয়। এ পর্যন্ত ওই মামলায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন