দক্ষিণ সুরমা প্রতিনিধি
সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানার অভিযানে বিদেশী দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে। গতকাল সন্ধ্যায় নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীতে হাজী আব্দুস সালাম মার্কেটের সমিতা বাহার মেডিকেল হল থেকে এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তবে কাউকে এ ঘটনায় গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন পুলিশ সূত্র। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সন্ধ্যা ৭ টার সময় দক্ষিণ সুরমা থানার ডিউটিরত পুলিশ এসআই নুরুল আজম চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চন্ডিপুলস্থ হাজী আব্দুস সালাম মার্কেটের সমিতা বাহার মেডিকেল হলে অভিযান চালায়। এ সময় সমিতা বাহার মেডিকেল হলের ক্যাশ বাক্সের নিচে থাকা কালো পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় ভারতীয় তৈরি টুটু বোরের দুটি পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তখন মার্কেটের কয়েকজন লোককে ডেকে এনে কয়েকটি সাদা কাগজে দস্তখত নিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করা হয়। এ ঘটনায় রাতেই দক্ষিণ সুরমা থানার এসআই নুরুল আজম চৌধুরী বাদী হয়ে অস্ত্র আইনে দক্ষিণ সুরমা থানার ধরাধরপুর গ্রামের মো. আশরাফ আলীর ছেলে মো. রুমেল আলীকে একমাত্র আসামি করে দক্ষিণ সুরমা থানার (মামলা নং-৯ তাং০৫/০২/২০২৩ইং দাখিল করেন। দক্ষিণ সুরমা থানার এসআই নুরুল আজম চৌধুরী জানান, তিনি দক্ষিণ সুরমা রোডে টহল ডিউটি করাকালিন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে খবর পান যে সমিতা বাহার মেডিকেল হলের মালিক বিএনপি তার ফার্মেসিতে অস্ত্র রেখেছে। সে সংবাদের ভিত্তিতে নেতা রুমেল নাশকতা ও অপরাধ কর্মকান্ড করার জন্য ফোর্সসহ অভিযান চালিয়ে দুটি পিস্তল ও গুলি উদ্ধার করেন এবং তাৎক্ষণিক স্থানীয়দের দস্তখত নিয়ে জব্দ তালিকা তৈরি করেন ও রুমেলর নাম ঠিকানা সংগ্রহ করে থানায় মামলা দায়ের করেন। এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম জানান, নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীতে হাজী আব্দুস সালাম মার্কেটের সমিতা বাহার মেডিকেল হল থেকে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আসামি করে থানায় মামলা দাখিল করা হয়েছে এবং আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা