
নিজস্ব সংবাদদাতা, কোম্পানীগঞ্জ ::: সিলেটের কোম্পানীগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যকার সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।শনিবার (১১ জুন) কোম্পানীগঞ্জ থানার এসআই মো. হামিদ হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১২ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০/৫০ জনকে আসামি করা হয়। মামলার আসামিরা হলেন- আকবর হোসেন, ফাহিম আহমদ, কামাল আহমদ, সাকিব আহমদ, মো. আনোয়ার হোসাইন, হোসেন আহমদ, আব্দুর রাজ্জাক চৌধুরী, সুমন আহমদ, জুবের আহমদ, সুমন আহমদ, দিলওয়ার হোসেন ও ছামিন আহমদ। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন মামলা দায়েরের তথ্য নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন