এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

কাজিরবাজারে ছাত্রদলের সংঘাত থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ, গ্রেপ্তার ৪

Daily Jugabheri
প্রকাশিত ২৪ জুন, সোমবার, ২০১৯ ২১:৫১:৫১
কাজিরবাজারে ছাত্রদলের সংঘাত থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ, গ্রেপ্তার ৪

স্টাফ রিপোর্ট :::  সিলেটে ছাত্রদলের দু’ গ্রুপের সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের উপর হামলার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এঘটনায় প্রায় ১০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।  রোববার (২৩ জুন) সিলেট কতোয়ালি থানায় এ মামলাটি দায়ের করেন লামবাজার থানার ইনচার্জ এসআই মো. শাহীন মিয়া। এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন- আনোয়ার হোসেন মানিক, আফসর খান, আবু বকর সিদ্দিক ও ফুয়াদ আহমেদ।  মামলার এজাহারে এই চারজন ছাড়াও ওয়াহিদ হোসেন চৌধুরী, মিজানুর রহমান, মো. নুরুল হকসহ ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৯০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে।  এজাহারে বাদি উল্লেখ করেন, সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে রোববার সকালে কাজির বাজার গরুর হাটের পাশে সংঘর্ষে জড়ায় ছাত্রদলের দুই গ্রুপ। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে ৬ পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ শর্টগানের গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে।  কতোয়ালি থানার ওসি মোশারফ হোসেন জানান, ঘটনাস্থল থেকে আটক ৪ জনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন