স্টাফ রিপোর্ট :::
সিলেটের শাহপরানে বিএনপির সড়ক অবরোধকালে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। সোমবার (১৫ অক্টোবর) বিকেলে শাহপরান থানার এসআই হাদিউল ইসলাম বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলায় ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৩০ থেকে ১৪০ জনকে আসামি করা হয়েছে। মামলার আসামিরা হলেন-ওয়াহিদ হোসেন চৌধুরী, আব্দুর রাজ্জাক, গাজী নাসির, পারভেজ আহমদ, আনোয়ারুল ওয়াদুদ টিপু, এবাদুর রহমান, মোস্তাফিজুর রহমান, আব্দুল খালিক, মহিবুর রহমান, বদরুল ইসলাম, মামুন হোসাইন, হোসাইন আহম্মদ, এহসানুল করিম, শাহিন, জুবায়ের, আব্দুল আজিজ ও ইয়াসিন। মামলার এজাহার সূত্রে জানা যায়, বিএনপির ডাকা অবরোধ কর্মসূচী চলাকালে সোমবার সকালে শাহপরান মাজার গেইটের সামনে ওয়াহিদ হোসেন চৌধুরীর নেতৃত্বে ১৩০/১৪০ জন লোক সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। এসময় তারা ককটেল ও চকলেট বোমা বিস্ফোরণ ঘটায় এবং যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এসময় পুলিশ তাদের বাধা দিলে অবরোধকারীরা পুলিশের উপর হামলা চালায়। পরে সাউন্ড গ্রেণেড ও শর্টগানের গুলি ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মামলা দায়েরের তথ্য নিশ্চিত করে শাহপরান থানার ওসি আখতার হোসেন বলেন, পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা