:: 21-1-2021  
menu
(পরীক্ষামূলক সম্প্রচার)

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ হবিগঞ্জের ওলিপুরে সড়ক দূর্ঘটনায় আহত অজ্ঞাত ব্যক্তি পুরুষ (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক ডাঃ ত্রিলোক চাকমা তাকে মৃত ঘোষনা করেন।

News image

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ হারুনুর রশীদ মামুন জানান, শুক্রবার ভোর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের স্কয়ার কোম্পানির নিকট ঢাকা থেকে সিলেটগামী একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। 

পরে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে এখনও তার কোন পরিচয় পাওয়া যায়নি। 

ডাঃ ত্রিলোক চাকমা জানান, অজ্ঞাত ওই বৃদ্ধের মাথা থেকে প্রচুর রক্ত করণ হয়েছে। যার ফলে তার মৃত্যু হয়েছে।