হবিগঞ্জে অগ্নিকান্ডে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি
নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ : হবিগঞ্জের আজমিরীগঞ্জে অগ্নিকান্ডে একটি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও ওই ঘরে থাকা ৪ গরুসহ যাবতীয় মালামাল পুড়ে গেছে। আর এতে করে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে উপজেলার বদলপুর ইউনিয়নের পিরিছপুর গ্রামের আবুল খায়েরের বসত ঘরে কয়েলের আগুণ থেকে এ অগ্নিকান্ডের ঘটে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার মধ্য রাতে হঠাৎ করে কয়েলের আগুণ থেকে খায়েরের ঘরে আগুণ লেগে যায়। পরে মুহুর্তের মধ্যেই আগুণের লেলিহান শিখা চার দিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন প্রায় দেড় ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুণ নিয়ন্ত্রনে আনে। এসময় ঘরে থাকা ৪টি গরুসহ যাবতীয় মালামাল পুড়ে যায়।
খবর পেয়ে শুক্রবার সকালে উপজেলা চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন মিয়া, আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক, প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্তনা দেন ও সরকারী ভাবে ক্ষতিপুরনের ব্যাপারে সহযোগিতা করবেন বলে আশস্থ করেন।