:: 21-1-2021  
menu
(পরীক্ষামূলক সম্প্রচার)

জেদ্দায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চার বাংলাদেশির

নিজস্ব প্রতিবেদক সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক পরিবারের চার সদস্যের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার দুপুরে জেদ্দা থেকে তায়েফ যাওয়ার পথে মক্কা চেকপোস্টের আগে ওই পরিবারের গাড়ি দুর্ঘটনায় পড়ে বলে প্রবাসী বাংলাদেশিরা জানান। জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কাউন্সেলর আমিনুল ইসলাম বলেন, “দুর্ঘটনায় হতাহতের খবর পেয়ে আমরা হাসপাতালে লোক পাঠিয়েছি। পরে বিস্তারিত বলতে পারব।” নিহতরা হলেন- চট্টগ্রামের সন্দ্বীপ সাঈদভাঙ্গা গ্রামের অহিদুর রহমানের ছেলে মশিউর রহমান (৪৭) এবং তার তিন মেয়ে- সায়মা (১৪), সিনথিয়া (১২) ও সাবিহা (৯)।

News image

মশিউররহমানের স্ত্রী ও ছেলে আবদুররহমানকে আহত অবস্থায় কিং আব্দুল আজিজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওইপরিবারের ঘনিষ্ঠজনরা জানান, মশিউর জেদ্দার নাজলা এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তায়েফে তার ব্যবসা ছিল।

মশিউরেরছেলেমেয়েরা সবাই জেদ্দার ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ’ এর বাংলা শাখারশিক্ষার্থী ছিল।