ইয়েমেনে মসজিদে বোমা হামলায় নিহত ২৯
ইয়েমেনের রাজধানী সানায় ঈদের নামাজে বোমা হামলায় কমপক্ষে ২৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।
বৃহস্পতিবার সকালে শিয়াপন্থি হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত সানার আল বালিলি মসজিদে জোড়া বোমা হামলায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়, দুই আত্মঘাতী হামলাকারী ওই হামলা চালায়। তাৎক্ষণিক কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে সাম্প্রতিক সময়ে ইয়েমেনে শিয়াদের লক্ষ্য করে জঙ্গি গোষ্ঠী আইএস এ ধরনের বেশ কিছু হামলা চালিয়েছে। তাই এই হামলাটি তারাও চালিয়েছে বলেই ধারণা করা হচ্ছে।