:: 25-11-2020  
menu
(পরীক্ষামূলক সম্প্রচার)

দুর্নীতির অভিযোগে প্রাইমারী স্কুলের দপ্তরী নিয়োগ স্থগিত

সুরমা ভয়েস ডেস্ক : কোটি টাকার দুর্নীতির অভিযোগে সিলেটের জকিগঞ্জসহ সারাদেশের প্রাইমারী দপ্তরী নিয়োগ স্থগিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজা। তিনি রোববার (১৪ অক্টোবর) দুপুর ২টায় সিলেট সার্কিট হাউসে কানাইঘাটের শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভায় জকিগঞ্জের ৬৯নং সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী নিয়োগে দুর্নীতির অভিযোগ করেন জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর যুবলীগের সদস্য সাজু ইবনে হান্নান খান।

News image

তার অভিযোগের ভিত্তিতে মন্ত্রী জকিগঞ্জ উপজেলার ৩৯ জন দপ্তরী নিয়োগ স্থগিত সহ সারাদেশের প্রাথমিক দপ্তরী নিয়োগ স্থগিত করার জন্য প্রাথমিক গণশিক্ষা সচিব, ডিজি, ডিপিও, সিলেটের জেলা প্রশাসক ও জকিগঞ্জ শিক্ষা অফিসারকে নির্দেশ দেন। দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য সিলেটের জেলা প্রশাসককে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। 

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এমপি, কানাইঘাটের সাতবাক ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ পলাশ, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মাসুম বিল্লাহ চৌধুরী, জেলা ছাত্রলীগের সহ সভাপতি নিজাম উদ্দিন, আইন সম্পাদক বিপ্লব দাস, সাইফুর রহমান রাজন, মাহফুজ, কানাইঘাট আওয়ামী লীগের যুগ্ম আহŸায়ক এড. মামুনুর রশিদ, চেয়ারম্যান মাসুদ আহমদ, কবির আহমদ প্রমুখ।