:: 28-11-2020  
menu
(পরীক্ষামূলক সম্প্রচার)

বিএনপি নেতা দুলুকে দুদকে তলব

ন্যাশনাল ডেস্ক : টেন্ডারবাজি ও চাঁদাবাজির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বিএনপি নেতা আসাদুল হাবিব দুলুকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

News image

বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ দুলুকে ১৪ অক্টোবর সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

তিনি বলেন, দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে আসাদুল হাবিব দুলুকে তলব করে সোমবার নোটিস পাঠানো হয়েছে।

অনুসন্ধান কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে তাকে তলব করা হয় বলে তিনি জানান।

এর আগে ৮ মার্চ থেকে এই বিএনপি নেতার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।

তার বিরুদ্ধে দুদকের অভিযোগ, বিএনপির আমলে লালমনিরহাট ও রংপুর অঞ্চলে টেন্ডারবাজি ও ব্যবসায়ীদের থেকে চাঁদা আদায় করে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।