:: 25-11-2020  
menu
(পরীক্ষামূলক সম্প্রচার)

শাবির ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি শুরু ১১ নভেম্বর

নিজস্ব সংবাদদাতা, শাবি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ¯œাতক ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি শুরু আগামী ১১ নভেম্বর থেকে। ভর্তি কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক জহির উদ্দিন আহমেদ জানান, আগামী ১১ তারিখ থেকে বিশ্ববিদ্যলয়ের ভর্তি প্রক্রিয়া শুরু হবে। যেটা প্রায় এক সপ্তাহ ধরে চলবে।

News image

এ সময় তিনি সুচারু ও সুন্দরভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোপরি সিলেটবাসীকে ধন্যবাদ জানান।

ভর্তি পরীক্ষার ফলাফল মোবাইলে ঝটঝঞ<ঝচঅঈঊ>জঊঝটঞখ<ঝচঅঈঊ> অফসরংংরড়হ ৎড়ষষ লিখে ১৬২৪২ নম্বরে মেসেজ করলে জানা যাবে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ধফসরংংরড়হ.ংঁংঃ.বফঁ এ ক্লিক করলে জানা যাবে।

এবারের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ৬০ হাজার ৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে যেখানে ‘এ’ ও ‘বি’  ইউনিটের মোট ১৭০৩টি সিটের বিপরীতে আবেদন করে ৭৬১৮০ জন শিক্ষার্থী।