:: 25-11-2020  
menu
(পরীক্ষামূলক সম্প্রচার)

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের প্রতিষ্ঠার ৩৫ বছর নাট্যোৎসবের উদ্বোধন আজ

সুরমা ভয়েস ডেস্ক : সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদসিলেট গৌরবের ৩৪ বছর পূর্ণ করে ৩৫ বছরে যাত্রা শুরু করছে। বাঙালী সংস্কৃতির বিকাশেমহান মুক্তিযুদ্ধের চেতনায় দীর্ঘ পথপরিক্রমায় নাট্য পরিষদের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস।সকল অপশক্তির বিরুদ্ধে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে নাট্য ও সংস্কৃতি চর্চার পাশাপাশিনাট্য পরিষদ সিলেটের মঞ্চে ও পথে ছিল সক্রিয়।

News image

১৯৮৪ সালের২০ সেপ্টেম্বর সিলেটের নাটক পাড়া নামে খ্যাত প্রান্তিক চত্ত্বরে নাট্য পরিষদ যাত্রাশুরু করে। সেই সময়ে অভিনয় নিয়ন্ত্রণ আইন বাতিলসহ নাট্যকর্মীদের বিভিন্ন দাবি আদায়েসংগঠিত হয়েছিল সিলেটের নাট্য সংগঠনগুলো সম্মিলিত নাট্য পরিষদের ছায়াতলে। বিগত ৩৪ বছরেনাট্য পরিষদ তার অগ্রযাত্রার পথে অনেকগুলো সফল কর্মকান্ড সম্পন্ন করেছে। সিলেটের নাট্যমোদীদর্শককে দিয়েছে নিজেদের নাটকের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক নাটক দেখার সুযোগ। উৎসবপার্বণে বছরব্যাপী নাট্য পরিষদের বিভিন্ন কর্মকান্ড সর্বমহলে প্রশংসিত হয়েছে।

প্রতিষ্ঠার৩৫ বছরে যাত্রাকালে সম্মিলিত নাট্য পরিষদ তিনদিন ব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী নাট্যোৎসবেরআয়োজন করেছে। আজ ২০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় কবি নজরুল অডিটোরিয়াম মুক্তমঞ্চেপ্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ও তিনদিনব্যাপী নাট্যোৎসবের উদ্বোধন করা হবে। অনুষ্ঠানেউদ্বোধক হিসেবে থাকবেন মুক্তিযোদ্ধা নাট্যজন নিজামউদ্দিন লস্কর। আজ উদ্বোধনী অনুষ্ঠানেরপাশাপাশি থাকবে প্রতিষ্ঠাবার্ষিকী আনন্দ শোভাযাত্রা, নৃত্য, নাটক ও সংগীত। ২২ থেকে২৪ সেপ্টেম্বর প্রতিদিন সন্ধ্যা ৭টায় কবি নজরুল অডিটোরিয়াম মঞ্চে নাটক মঞ্চায়ন হবে।২২ সেপ্টেম্বর থিয়েটার সাস্ট, শাবিপ্রবি মঞ্চায়ন করবে ‘আজ কমন্ডলের ফাঁসি’, ২৩ সেপ্টেম্বরথিয়েটার মুরারিচাঁদ, এম.সি কলেজ মঞ্চস্থ করবে নাটক ‘রঙমহাল’ এবং ২৪সেপ্টেম্বর দর্পন থিয়েটার সিলেট মঞ্চস্থ করবে ‘হট্টমালার ওপারে’। প্রতিটিনাটকের প্রবেশপত্র নাটক শুরুর পূর্বে অডিটোরিয়াম হল কাউন্টারে পাওয়া যাবে।    

সম্মিলিতনাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তিগুপ্ত এক বিবৃতিতে সিলেটের নাট্যমোদী দর্শক নাট্যপরিষদের শুভাকাঙ্খী ও শুভানুধ্যায়ীদেরআজকের উদ্বোধনী অনুষ্ঠানসহ প্রতিষ্ঠাবার্ষিকী নাট্যোৎসবে আমন্ত্রণ জানিয়েছেন।