:: 25-11-2020  
menu
(পরীক্ষামূলক সম্প্রচার)

তিন ব্যাংকের নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন

ন্যাশনাল ডেস্ক: রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের অফিসার পদে ৯ নভেম্বরের নিয়োগ পরীক্ষা ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। ৯ নভেম্বর জেএসসি এবং জেডিসি পরীক্ষা থাকার কারণে এই তিন ব্যাংকে সমন্বিত অফিসার (ক্যাশ) পদে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে এমসিকিউ টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা গ্রহণের সময়সূচী পরিবর্তন করা হয়েছে।

News image

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সারাদেশের কওমি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশের কারণে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেটের (জেডিসির) ৪ নভেম্বরের পরীক্ষাটি ৯ নভেম্বর শুক্রবার সকাল ৯টায় নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

সে ঘোষণা অনুযায়ী ৪ নভেম্বরের পেছানো জেএসসিতে ইংরেজি ও ইংরেজি প্রথম পত্র (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য) এবং জেডিসিতে আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।

পরীক্ষা পেছানোর কারণে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) প্রধান মোশাররফ হোসেন খান বলেন, রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাংকের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু ৯ নভেম্বর জেএসসি এবং জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কারণে তিন ব্যাংকের নিয়োগ পরীক্ষা পিছিয়ে ১৬ নভেম্বর করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোনালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক এবং বাংলাদেশ ডেভেলমেন্ট ব্যাংক লিমিটেডের অফিসার (ক্যাশ)পদের লিখিত পরীক্ষা আগামী ৯ নভেম্বরের পরিবর্তে ১৬ নভেম্বর শুক্রবার বিকাল ৩টা থেকে ৫টা পর‌্যন্ত অনুষ্ঠিত হবে।